লালমনিরহাটে সোনালী ব্যাংকের বরবাড়ি উপ-শাখায় সুড়ঙ্গ খুঁড়ে চুরির চেষ্টা করেছে কিছু দূর্বৃত্ত। কিন্তু স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা।তবে ব্যাংকের কোন অর্থ চুরি হয়েছে কিনা এ ব্যাপারে এখনও অনুসন্ধান চলছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
২৭ জানুয়ারি সোমবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নে ওই ঘটটে।পুলিশ ও স্থানীয়রা জানান, সোনালী ব্যাংকে
ওই শাখার পিছনের দেওয়ালের নিচে একটি সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংকে ঢোকার চেষ্টা চালায় দূর্বৃত্তরা। তবে ব্যাংকের একজন পিয়ন বিষয়টি বুঝতে পেরে চিৎকার দেন । ফলে আশপাশের লোকজন ছুটে আসেন। তখন চুরি করতে আসা দূর্বৃত্তরা পালিয়ে যায়।
স্থানীয়দের কাছে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশসহ ব্যাংকের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ব্যাংক থেকে টাকা বা অন্য কিছু চুরি হয়েছে তা জানার জন্য অনুসন্ধান অব্যাহত রেখেছে ব্যাংক কর্তৃপক্ষ, পুলিশ ও সেনাবাহিনী।
বড়বাড়ী ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা লিমন জানান, টাকাসহ অন্যকিছু খোওয়া গেছে কিনা তা জানতে অনুসন্ধান চলছে। আশা করা হচ্ছে উল্লেখযোগ্য তেমন কিছু হয়নি।
লালমনিরহাট সদর থানা ওসি মোহাম্মদ নূরনবী জানান, তদন্ত চলছে। তদন্ত সম্পন্ন হলে বিস্তারিত জানানো হবে। তবে টাকা চুরির কোন তথ্য এখনও পাওয়া যায়নি ।
রিপোর্ট: তৌহিদুল ইসলাম চঞ্চল, লালমনিরহাট