এসিআই শ্রমিক শহিদ এনামুল স্মরণে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের উদ্যোগে আজ বিকাল ৪টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগ্রাম পরিষদের সমš^য়ক আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় নেতা হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলার সভাপতি আব্দুল হাই শরীফ, জাতীয় শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুর রহমান, বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় সদস্যসচিব আবু হাসান টিপু, গার্মেন্টম শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহসভাপতি অঞ্জন দাস, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলার সভাপতি সেলিম মাহমুদ, জাতীয় শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার নেতা গোলাম মোস্তফা সাচ, বিপ্লবী গামেন্টস শ্রমিক সংহতির জেলার নেতা রাশিদা আক্তার, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক এস এম কাদির।
নেতৃবৃন্দ বলেন, ২০১১ সালে এসিআই শ্রমিকদের ন্যায্য দাবিতে আন্দোলনে পুলিশের গুলিতে এনামুল মৃত্যুবরণ করেন। ১৪ বছর অতিক্রান্ত হলেও এখনও এনামুল হত্যার বিচার হয়নি।
আজও এসিআই শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আন্দোলন করতে গিয়ে শ্রমিক নিহত হয় কিন্তু শ্রমিক হত্যার বিচার হয়না। শ্রমিক আন্দোলনে তাজুল, আমজাদ হোসেন কামাল নিহত হয়েছে, ২০২৩ সালে গাজীপুরে নি¤œতম মজুরি কাঠামোর আন্দোলনে ৪ জন নিহত হয়েছে তাদের হত্যার বিচার হয়নি।স্বা ধীনতার পর আন্দোলনে শ্রমিক হত্যার প্রত্যেকটির বিচার এই অন্তর্বর্তী সরকারের করা উচিত।
নেতৃবৃন্দ আরও বলেন, বর্তমান সময়ে আমাদের দেশের শ্রমজীবী মানুষ এক দুর্বিষহ জীবনযাপন করছে। নিত্যপণ্যের দাম আকাশচুম্বী। অথচ শ্রমিকের মজুরি বাড়েনি। ফলে শ্রমিকরা তাদের খাদ্য তালিকা খাবার কমিয়ে, ছেলেমেয়েদের পড়াশুনা বন্ধ করে কোন রকমে বেঁচে থাকার চেষ্টা করছে। বাংলাদেশে ৮৫ ভাগ শ্রমিক অপ্রতিষ্ঠানিক খাতে কাজ করে।
দেশে জাতীয় নি¤œতম মজুরির কোন আইন নেই। গার্মেন্টসে ২০২৩ সালে নি¤œতম মজুরি ঘোষিত হয়েছে। যা এখনও সমস্ত কারখানায় বাস্তবায়ন হয়নি। শ্রমিকরা ন্যায্য মজুরি, তার অধিকারের কথা বললেই মালিকরা শ্রম আইন ও বিধির শ্রমিক স্বার্থ বা বিরোধী কালোআইন ব্যবহার করে শ্রমিক ছাঁটাই করে, দেয় মিথ্যা মামলা, লেলিয়ে দেয় সন্ত্রাসী।
বর্তমান সংকটকালে শ্রমিকরা রেশনের দাবি করলেও সরকার এব্যাপারে নিশ্চুপ। এ সময়ে ঐক্যবদ্ধ আন্দোলনই শ্রমিকের অধিকার আদায়ের একমাত্র পথ। এক্ষেত্রে শহিদ এনামুলের আত্মত্যাগের সংগ্রামের শিক্ষা শ্রমিকদের জন্য অনুপ্রেরণা হয়ে আছে।
নেতৃবৃন্দ শ্রমআইন এবং বিধিমালার শ্রমিক স্বা¯র্থ বিরোধী ধারাসমুহ বাতিল করে গনতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, জাতীয় নি¤œতম মজুরি ঘোষণা, শ্রমিকদের আর্মি রেটে রেশন প্রদান, শ্রমিক নেতা তাজুল ইসলামসহ শ্রমিকদের নামে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং মাস্টার গার্মেন্টস শ্রমিকদের সকল প্রাপ্য পাওনা অবিলম্বে পরিশোধের দাবি জানান ।
বার্তা প্রেরক-
রুহুল আমিন সোহাগ