লালমনিরহাট রেলওয়ে স্টেশন প্লাটফর্মে দিনের বিক্রি শেষে ট্রেনের জন্যঅপেক্ষা করছিলেন বাদাম বিক্রেতা মমিনুর রহমান (৩৩)। কিন্তু হঠাত কয়েকজন
দুর্বৃত্ত এসে তার কাছে চাঁদা না পেয়ে ছুরি ঠেকিয়ে তার ২ হাজার ২শ টাকাছিনিয়ে নিয়ে যায়। এছাড়াও তাকে লাঞ্ছিত করে দুর্বৃত্তরা।
২৬ জানুয়ারি রবিবার রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনাটি ঘটে।ভুক্তভোগী বাদাম বিক্রেতা মমিনুর রংপুরের কাউনিয়া উপজেলার টেপা মধুপুরগ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি ট্রেনের কামরা ও প্ল্যাটফর্মে বাদামবিক্রি করেন।
মমিনুর জানান, রাত অবধি বাদাম বিক্রি করে ২ হাজার ২শ টাকা আয় করেন তিনি।বাড়িতে যাওয়ার জন্য ট্রেনের অপেক্ষা করছিলেন। সে সময় ৩ যুবক তাকেপ্ল্যাটফর্মের পাশে ডেকে নিয়ে যায়। এরপর ১ হাজার টাকা চাঁদা দাবি করে।
চাঁদা না দেয়ায় তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই যুবকরা ধারালোছুরি বের করে মমিনুরের গলায় ধরে আর পকেটে থাকা সব টাকা ছিনিয়ে নেয়।
টাকা ছিনতাই হওয়ার সময় চিৎকার করলে লোকজন ছুটে আসে কিন্তু ততক্ষণেছিনতাইকারীরা পালিয়ে যায়। তিনি জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।স্টেশন এলাকার ব্যবসায়ী খোরশেদ বলেন, “একজন গরীব বাদাম বিক্রেতার সাথেযারা এমন করে তারা আরও বড় অপরাধ করতেও দ্বিধা করবে না।“
এদিকে এই ঘটনায় উদ্বিগ্ন এলাকাবাসী। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানানএবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান।
জেনারেল রেলওয়ে পুলিশ (জিআরপি) এর পরিদর্শক মোঃ মামুন হাসান বলেন, “আমরাঅভিযোগ পেয়েছি। দোষীদের সনাক্ত করতে কাজ করছি।“
রিপোর্টঃ তৌহিদুল ইসলাম চঞ্চল, লালমনিরহাট।