মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন-এর সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির সাবেক দপ্তর সম্পাদক শ্রমিকনেতা আব্দুল আজিজ প্রধানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ২৬ জানুযারি সন্ধ্যায় শহরের চৌমুহনাস্থ কার্যালয়ে মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি তারেশ চন্দ্র দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সহ-সভাপতি মোঃ সোহেল মিয়া। জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়ার পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি শাহিন আহমদ, কোষাধ্যক্ষ সোহেল আহমেদ সুবেল, হোটেল শ্রমিকনেতা মোঃ বিজয় মিয়া।
আলোচনা সভায় বক্তারা বলেন ২০১৮ সালের ২৬ জানুয়ারি আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৬ বছর বয়সে আব্দুল আজিজ প্রধান অকালে মৃত্যুবরণ করেন। পারিবারিক অভাব-অনটনের কারণে তাকে হোটেল শ্রমিক হিসেবে কর্মজীবন শুরু করতে হয়।
হোটেল শ্রমিকদের সীমাহীন পরিশ্রম, চাকুরির অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতাস্ব, ল্প মজুরি এবং শোষণ-নিপীড়ন, বঞ্চণা থেকে মুক্তির লক্ষ্যে তিনি মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাথে সম্পৃক্ত হয়ে মৃত্যুর আগ পর্যন্ত পর পর দুই বার সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।
মহান মে স্ববেতনে সর্বাত্মক ছুটি কার্যকর, হোটেল সেক্টরে সরকার কর্তৃক নি¤œতম মজুরি ঘোষণা, রমজান মাসে বিনা বেতনে শ্রমিক ছাঁটাই বন্ধ, ঈদ উৎসব বোনাস আদায়, বেআইনী ছাঁটাই বন্ধসহ অসংখ্য আন্দোলন সংগ্রামের পাশাপাশি যে কোন হোটেল শ্রমিকের পাওনা দাওনার প্রেক্ষিতে তিনি বলিষ্ট ভ‚মিকা পালন করেছেন। তিনি হোটেল শ্রমিক ইউনিয়নের পাশাপাশি রিকশা শ্রমিক ও দর্জি শ্রমিকদের সংগঠনকে অগ্রসর করতে যথাসাধ্য ভ‚মিকা রেখেছেন। তাঁর অসমাপ্ত সংগ্রাম অগ্রসর করে নেওয়ার দায়িত্ব তাঁর উত্তরসূরীদের।
সভায় বক্তারা আরও বলেন চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের কষাঘাতে জর্জরিত জনগণের উপর ভ্যাট-ট্যাক্স ২/৩ গুণ বৃদ্ধি ‘মরার উপর খাড়ার ঘা’ হয়ে এসেছে। অন্তবর্তী সরকার সাম্রাজ্যবাদী বিশ^সংস্থা আইএমএফ’র শর্তপুরণে জনস্বার্থের কথা বিন্দুমাত্র চিন্তা করে বিগত রাচারী হাসিনা সরকারে ন্যায় ভ্যাট-ট্যাক্স বৃদ্ধি করেছে।
হোটেল মালিকরা দ্রব্যমূল্য বৃদ্ধির কথা বলে হোটেল-রেস্টুরেন্টের সকল খাবারের মূল্য বৃদ্ধি করে তাদের মুনাফা আরও বাড়িয়ে নিলেও শ্রমিকদের মজুরি এক টাকাও বৃদ্ধি করেনি। বরং মুদ্রাস্ফীতি-মূল্যস্ফীতি বিবেচনায় গত তিন বছরে শ্রমিকদের মজুরি আরও কমেছে। বর্তমান দ্রব্যমূল্যের বাজারে একটি সাধারণমানের হোটেলে একজনের তিনবেলা খাওয়া খরচ নিতম ২৫০ টাকা খরচ লাগে। পারিবারিকভাবে এই খরচ কম করে হলেও ৬ জনের একটি পরিবারে দৈনিক ১০০০ টাকা হিসেবে মাসিক ৩০,০০০ টাকা প্রয়োজন; এরসাথে বাড়িভাড়া, চিকিৎসা, সন্তানের শিক্ষা ও বিনোদন ইত্যাদি প্রয়োজনীয় খরচ যুক্ত হয়।
তাই অবিলম্বে হোটেল সেক্টরে নি¤œতম মজুরি বোর্ড কর্তৃক বাজারদরের সাথে সংগতিপূণভার্বে নি¤œতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণার দাবিতে দেশব্যাপী হোটেল-রেস্টুরেন্ট শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে। প্রচলিত ব্যবস্থায় সংগ্রাম ছাড়া শ্রমিকদের কোন দাবি ও অধিকার প্রতিষ্ঠার উপায় নাই। প্রয়াত শ্রমিকনেতা আব্দুল আজিজ প্রধান আমাদের সামনে এই শিক্ষাই রেখে গেছেন।
বার্তাপ্রেরক
মোঃ শাহিন মিয়া
সাধারণ সম্পাদক
মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন