• আপডেট টাইম : 27/01/2025 03:52 PM
  • 191 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক: দৌলতপুর (কুষ্টিয়া)
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুর ফসলি জমির মাটি কাটার দায়ে ২জনের এক লক্ষ টাকা জরিমানা আদায় করেছে ভ্রম্যমান আদালত। ২৬ জানুয়ারী রবিবার দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দফাদারপাড়া এলাকায় ফসলি জমি থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার দায়ে দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।


ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, ফসলি জমিতে মাটি কাটার অভিযোগে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের মানিকদিয়াড় গ্রামের রাজু মন্ডল এবং সদর ইউনিয়নের বাজুডাঙ্গা গ্রামের টিপু সুলতানকে আটক করে ভ্রাম্যমান আদালত। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৭(ক) ধারা লক্সঘনের দায়ে তাদের প্রত্যেককে ৫০হাজার টাকা করে ১ লক্ষ টাকা অর্থদন্ড বা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ।


অর্থদন্ড বা জরিমানার বিষয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফয়সাল আহমেদ বলেন, অবৈধভাবে মাটি উত্তোলন করে ফসলি জমিরক্ষতি করছে এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

এ ধরনের কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...