কুষ্টিয়ায় বিজিবি’র ৪৭ ব্যাটালিয়নের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২৬ জানুয়ারী রোববার দুপুর ২টায় মিরপুর বিজিবি সেক্টরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া সেক্টরের ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুব মুর্শেদ রহমান পিএসসি’র সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মারফুল আবেদিন।
এসময় জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, গণমাধ্যমকর্মী এবং বিজিবি’র অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া শেষে আনুষ্ঠানিকভাবে কেক কাটেন অতিথিবৃন্দ। পরে প্রীতিভোজে অংশ নেন আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সুধীজন।