• আপডেট টাইম : 26/01/2025 05:14 PM
  • 142 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , লালমনিরহাট
  • sramikawaz.com

কুড়িগ্রামের চিলমারীতে ২৬ জানুয়ারিতে অনুষ্ঠিতব্য ‘উত্তরবঙ্গ কৃষকমহাসমাবেশ’ উপলক্ষ্যে সাংবাদিক সম্মেলন করেছে কৃষক সমাবেশ বাস্তবায়নগণকমিটি।


শনিবার ২৫ জানুয়ারি সকালে কুড়িগ্রাম প্রেসক্লাব মিলনায়তনেঅনুষ্ঠিতসংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বাস্তবায়ন কমিটিরসভাপতি নাহিদ হাসান নলেজ।


বক্তারা জানান, ঐতিহাসিক কৃষক বিদ্রোহ এই কুড়িগ্রাম জেলার চিলমারী থেকেইশুরু হয়েছিল। তাই কৃষকদের দাবি আদায়ের জন্য পুনরায় চিলমারী থেকেআন্দোলনের ডাক দেয়া হবে। সেই লক্ষ্য নিয়েই এই মহাসমাবেশ আয়োজন করা হচ্ছে।


চিলমারীর জোড়গাছ হাট সংলগ্ন সফিউল আলম রাজা স্টেডিয়ামে আগামী রবিবারসকাল ১১ টায় উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তীকালীনসরকারের উপদেষ্টা ফরিদা আখতার এবং উপদেষ্টা ফারুক-ই-আজম সম্মেলনে উপস্থিতথাকার কথা ছিলো। কিন্তু তারা তাদের সফর বাতিল করেছেন।

 

কিন্তু লেখক ওঅর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান,রাস্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, কবিআব্দুল হাই শিকদার, রাস্ট্র সংস্কারের নেতা কনক রহমান ও বাংলা একাডেমিরমহাপরিচালকসহ অনেকে মহাসমাবেশে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

 

ওইসমাবেশের শুরুতে দেশবরেণ্য কণ্ঠশিল্পী কনকচাপ গান গাইবেন।নাহিদ হাসান নলেজ জানান, ব্রহ্মপুত্রের তীরে আয়োজিত এই মহাসমাবেশেরপ্রস্তুতি সম্পন্ন হয়েছে। উক্ত সমাবেশে উল্লেখযোগ্য সংখ্যক কৃষক অংশনেবেন বলে আশা করছেন।

রিপোর্টঃ চঞ্চল, লালমনিরহাট

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...