বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সরকারী হাজী ইব্রাহিম আলম চাঁন মডেল স্কুল এন্ড কলেজে ২৫ জানুয়ারী বিকেল ৪টায় আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
পাঠাগারের আহবায়ক ফাতেমা আক্তার মুক্তা এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও লেখক রইস মুকুল, নজরুল পাঠাগারের শুভাকাক্সখী এডভোকেট মাজেদুল হক রাজন, দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় সাধারন সম্পাদক মোমেন ইসলাম, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম পাঠাগারের পরিচালক মুন্নী সরদার, পাঠাগার উপদেষ্টা নিলুফা আক্তার, সদস্য তানজিলা আক্তার, সিয়াম প্রমুখ।
বক্তারা বলেন কবি নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি ও বিদ্রোহী কবি। তিনি দেশ মাতৃকার জন্য সবসময় তরুনদের আহবান জানিয়েছেন।
এখনও ছাত্রসমাজ আপোষহীন লড়াইয়ে তাঁকে অনুসরন করে রাজপথেই হাটছে। যার জ¦লন্ত উদাহরন জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সমাজের প্রয়োজনে দেশের প্রয়োজনে কবি নজরুল সবসময় ছাত্রসমাজকে আহবান করে গেছেন। বক্তারা আরো বলেন এখনো সমাজে যে বৈষম্য বিদ্যমান নজরুলের জীবন থেকে শিক্ষা নিয়ে এই অন্যায় অসাম্যের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। দেশ মাতৃকার ডাকে সারা দিতে হবে, তবেই আমরা সুন্দর বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে পারবো।
বার্তাপ্রেরক
মুন্নী সরদার