গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি সেলিম মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ এক বিবৃতিতে বিএনপি নামধারী টাগারপাড়ের সন্ত্রাসী মিজানুর রহমান মিজান ও তার সহযোগীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গতকাল ২৩ জানুয়ারী রাত ৮টায় সন্ত্রাসী মিজানুর রহমান মিজান, ডেনি, আঃ রহিম, ম্যাগজিন বাবু, আকাশ, সাদ্দাম, কালাম, আরিফসহ ১০/১২ জন সন্ত্রাসী টাগারপাড়ের ইউনাইটেড অ্যাপারেলস কম্পোজিট লিঃ এর শ্রমিক সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক ও গার্মেন্টস ফ্রন্টের সদস্য শ্রমিক নেতা আব্দুর রশীদকে কারখানা থেকে বের করে নিয়ে যায়।
পরবর্তীতে মিজানুর রহমান মিজানের রিকশা গ্যারেজে নিয়ে লাঠি সোটা দিয়ে ব্যাপক পিটানো হয়। মিজানের গ্যারেজ এলাকায় তার টর্চার সেল হিসাবে পরিচিত। সন্ত্রাসী মিজান শ্রমিক নেতা রশীদকে বলে তুই শ্রমিকদের নিয়ে আন্দোলন করতে পারবি না। এলাকায় থাকতে হলে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট সংগঠন করতে পারবি না।
মিজানুর রহমান মিজানসহ এই সন্ত্রাসী চক্র এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী, মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী হিসাবে পরিচিত। নেতৃবৃন্দ বলেন এলোপাথারী মারধরে রশীদ মারাত্মক আহত হয় এবং খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ এখনও মামলা গ্রহন করেনি এবং কাউকে গ্রেফতার করেনি।
নেতৃবৃন্দ বলেন মিজানসহ সন্ত্রাসীরা টাগারপাড় এলাকার গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নেতৃবৃন্দের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি প্রদান করছে। মিজান চক্র গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট টাগারপাড় শিল্পাঞ্চল শাখার সাধারণ সম্পাদক খোরশেদ আলমের বাড়ীতে গিয়ে হুমকি দিয়ে এসেছে।
নেতৃবৃন্দ মালিকদের ভাড়াটে সন্ত্রাসী মিজানুর রহমান মিজান ও তার সহযোগিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।
বার্তা প্রেরক
শহীদুল ইসলাম