• আপডেট টাইম : 24/01/2025 05:07 PM
  • 126 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , লালমনিরহাট
  • sramikawaz.com

লালমনিরহাট জেলা প্রশাসনের একটি দল জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানের ক্রোক করা সম্পত্তিগুলো বুঝে নিয়ে এ সংক্রান্ত বিজ্ঞপ্তির একটি ব্যানার টাঙিয়ে দিয়েছে।

 

২৩ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে টাঙিয়ে দেয়া ওই ব্যানারে লেখা আছে, ‘ বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত, লালমনিরহাট এর আদেশ বলে এই সম্পত্তির রিসিভার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, লালমনিরহাট’।

 

সাখাওয়াত হোসেন সুমন খান এর বিরুদ্ধে হত্যা, অর্থ আত্মসাতসহ মোট ১৬টি মামলা রয়েছে।

 

প্রশাসন সূত্রে জানা যায়, সুমন খান ও তার স্ত্রীর অবৈধ উপায়ে অর্জিত ২৪১ কোটি ৮৯ লাখ ২০ হাজার ৭০ টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে গচ্ছিত ছিল। অপরদিকে তার কর্মচারী তৌকির আহমেদ মাসুমের ব্যাংক অ্যাকাউন্টে ছিল ১৮৬ কোটি টাকা। লালমনিরহাট জেলা সিআইডির অনুসন্ধানে ২০২৪ সালের অক্টোবর মাসে বিষয়টি সামনে আসে। পরে সিআইডির এএসপি মোহাম্মদ আব্দুল হাই সরকার বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর ওই বছরের ১১ নভেম্বর রাতে তিনি গেফতার হন। পরবর্তীতে গত ডিসেম্বর মাসে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুমন খানের স্থাবর সম্পত্তি ক্রোক করার নির্দেশ দেন।

 

এএসপি মোহাম্মদ আব্দুল হাই সরকার জানান, সিআইডির করা মানিলন্ডারিং মামলায় গত বছরের ১৭ নভেম্বর সুমন খানের শ্যোন অ্যারেস্ট মঞ্জুর করেন বিজ্ঞ আদালত। এরপর বিজ্ঞ আদালত তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, সম্পত্তি ক্রোক ও জেলা ম্যাজিস্ট্রেটকে রিসিভার নিয়োগ করে আদেশ দেন।

 

লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি আর সারোয়ার জানান, আদালতের নির্দেশে সুমন খানের বর্তমান বাড়ি, নির্মাণাধীন বাড়ি ও একটি ব্যবসা প্রতিষ্ঠানের ভবনগুলো বুঝে নেয়া হয়েছে। সেগুলোকে সরকারি মালিকানাধীন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

 

উল্লেখ্য, মামলা, গ্রেফতার কিংবা সম্পত্তি ক্রোক বিষয়ে সুমন খানের পরিবারের কোনো সদস্যের মন্তব্য পাওয়া যায়নি।

 

রিপোর্টঃ তৌহিদুল ইসলাম চঞ্চল, লালমনিরহাট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...