লালমনিরহাট জেলা পুলিশের গোয়েন্দা শাখা বিশেষ অভিযান পরিচালনা করে ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত অটো ইজিবাইক জব্দসহ
মো. ছামিউল ইসলাম নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
২৩ জানুয়ারি বৃহস্পতিবার রাতে জেলা পুলিশের ফেসবুক পেইজ থেকে তথ্যটি নিশ্চিত করা হয়।
জেলা পুলিশ জানায়, বৃহস্পতিবার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম এর দিকনির্দেশনায় সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা। ওই অভিযানে কুলাঘাটের আলমদিনা জামে মসজিদের দক্ষিণ পাশে অবস্থিত ফুলবাড়ীগামী পাকা রাস্তার উপর থেকে গাঁজা এবং ইজিবাইক জব্দসহ আসামি ছামিউলকে গ্রেফতার করা হয়।
আসামি ছামিউল এর নামে লালমনিরহাট সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
রিপোর্ট: তৌহিদুল ইসলাম চঞ্চল, লালমনিরহাট