• আপডেট টাইম : 23/01/2025 07:01 PM
  • 187 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক: দৌলতপুর (কুষ্টিয়া)
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধভাবে হিসনা নদীর পাড়ের মাটি কেটে বিক্রয়ের অভিযোগে উজ্জ্বল হোসেন নামে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অবৈধ মাটি বিক্রেতা অভিযুক্ত উজ্জ্বল হোসেন উপজেলার রিফাইতপুর ইউনিয়নের ঝাউদিয়া গ্রামের সাজদার রহমানের ছেলে।

২২ জানুয়ারীবুধবার দিবাগত রাতে মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ।


অভিযানের বিষয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফয়সাল আহমেদ জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ধারা লক্সঘনের দায়ে ১৫ ধারা অনুযায়ী উজ্জ্বল হোসেনকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন, পরিবেশ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।


এদিকে প্রশাসনের এমন পদক্ষেপে হিসনা নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন এবং পরিবেশ র¶ায় এ কার্যক্রম চালিয়ে যাওয়ারও আবাহন জানিয়েছেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...