র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন, র্যাব-১৩। এছাড়াও অভিযানে ৮শ ৩৬ বোতলফেনসিডিল ও ২৫ কেজি গাঁজা জব্দ করা হয়। তবে অভিযানে চলাকালে অন্য ২ জনমাদক কারবারি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
২২ জানুয়ারি বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিতকরেছেন র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া ও অতিরিক্ত পুলিশসুপার আবুল হাসান।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হল- হাতীবান্ধার ভেলাগুড়ি ইউনিয়নের উত্তরজাওরাণী এলাকার বাসিন্দা মৃত নূর ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (২৬), একইউপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের পূর্ব বিছনদই এলাকার বাসিন্দা মো. রিয়াজুলইসলামের ছেলে জান্নাতুন নাঈম (১৯) ও ফরহাদুল ইসলামের স্ত্রী শ্যামলীখাতুন (২৭)।
পলাতক আসামিরা হল- পূর্ব বিছনদই এলাকার বাসিন্দা মো. গোলাম মোস্তফার ছেলেফরহাদুল ইসলাম (৩০) ও মৃত মোহাম্মদ আলীর ছেলে রিয়াজুল ইসলাম (৩৯) ।
র্যাব জানায়, তাদের অভিযানিক দল মঙ্গলবার দুপুরে রংপুর জেলার গঙ্গাচড়াথানার লক্ষীটারি ইউনিয়নের মহিপুর ব্রিজের দক্ষিণ পাশের পাকা রাস্তায় একটিভ্যান তল্লাসি করে ২ শ ৯৯ বোতল ফেনসিডিলসহ আসামি আসামি জাহিদুল ইসলামকেগ্রেফতার করে।
একই দিন বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ীইউনিয়নের পূর্ব বিছনদই এলাকায় মোহাম্মদ আলীর বাড়িতে অভিযান পরিচালনা করে৫শ ৩৭ বোতল ফেনসিডিল উদ্ধারসহ আসামি জান্নাতুন নাঈমকে গ্রেফতার করে। ওইসময় তার পিতা আসামি রিয়াজুল ইসলাম সুকৌশলে পালিয়ে যায়।
এরপর আসামি জান্নাতুন নাঈমের দেয়া তথ্য মতে মঙ্গলবার সন্ধ্যায় একই এলাকারফরহাদুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে ২৫ কেজি গাঁজা উদ্ধার করেঅভিযানিক দল। সে সময় আসামি শ্যামলী খাতুনকে গ্রেফতার করা সম্ভব হলেও তারস্বামী ফরহাদুল পালিয়ে যায়।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপারআবুল হাসান জানান, গ্রেফতার হওয়া আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
রিপোর্টঃ তৌহিদুল ইসলাম চঞ্চল, লালমনিরহাট