কুষ্টিয়ায় ৭০ বোতল করিম বেপারী (৬৬) নামে একজন মাদক পাচারকারী আটকহয়েছে।২২জানুয়ারী বুধবার ভোররাত ৩.৪০টায় পোড়াদহ রেলওয়ে প্লাটফর্মে নকশীকাঁথা মেইল ট্রেনে ভিযানচালিয়ে ফেনসিডিলসহ মাদক তাকে আটক করেপুলিশ।
পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ সূত্রজানায়, মাদকপাচারের গোপনসংবাদ পেয়ে পোড়াদহ রেলওয়ে নারএসআইইদ্রিস আলী ও এএসআইমুরাদ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে পোড়াদহে রেলওয়েজংশনে দন্ডায়মাননকশীকাঁথা মেইল ট্রেনে অভিযানচালায়।
এসময় ৭০ বোতল ফেনসিডিল মাদককপাচারকারীকরিমব্যাপারীকেআটককরাহয়। সে চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলারউজলপুর বিলপাড়াগ্রামেরমৃতজিন্নাতআলীর ছেলে। পরেতাকে পোড়াদহ রেলওয়ে থানায় নেওয়াহয়।