কুষ্টিয়ার দৌলতপুরে সেনাবাহিনী অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তুল ও ৭ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী আনোয়ার হোসেন (৩৮) ও তার স্ত্রী কমেলা বেগম (৩৩) কে আটক করেছে। ১৪ জানুয়ারী মঙ্গলবার ভোররাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান মধ্যপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে অস্ত্র ও গুলিসহ তাদের আটক করা হয়। আটক সন্ত্রাসী আনোয়ার হোসেনের বিরুদ্ধে হত্যা, মাদক চোরাচালান ও অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।
কুষ্টিয়া সেনাবাহিনী ক্যাম্প সুত্র জানায়, হত্যা, মাদক ও অস্ত্র মামলাসহ একাধিক মামলার এজাহার নামীয় আসামী আনোয়ার হোসেন অস্ত্রসহ নিজ বাড়িতে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালায়।
এসময় নিজ বাড়ি থেকে আনোয়ার হোসেনকে আটক করা হয় এবং বাড়ি তল্লাশী করে তার শয়নকক্ষ থেকে একটি বিদেশী পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আনোয়ার হোসেনের অপরাধ কর্মকান্ডের সহযোগী তার স্ত্রী কমেলা বেগমকেও আটক করে ক্যাম্পে নেয় সেনা সদস্যরা। প্রাথমিক জিঞ্জাসাবাদে আনোয়ার হোসেন সীমান্ত এলাকায় অস্ত্র ও মাদক চোরাচালান সহ নানা অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করছে।
আটক আনোয়ার হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে তাদের দৌলতপুর থানায় হস্তান্তর করা হবে বলে সেনা ক্যাম্প সুত্রে নিশ্চিত করেছে।
এলাকাবাসীর অভিযোগ, আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত। অর্থের চুক্তিতেও সে হত্যাসহ বিভিন্ন অপরাধ সংঘঠিত করে থাকে। বিভিন্ন অপরাধের ঘটনায় দৌলতপুর থানাসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।