র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান, র্যাব-১৩ এর একটি অভিযানিক দল আছিয়া খাতুন (৬২) ও হামিদা (৬২) নামে দুই নারী মাদক কারবারিকে ১০২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে।
১৪ জানুয়ারি মঙ্গলবার র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মো. সাইফুল্লাহ নাঈম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমেগ্রেফতারের বিষয়টি করেন।
গ্রেফতার আছিয়া খাতুন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর জাওরানী এলাকার আজিজুলের স্ত্রী এবং হামিদা ওই এলাকার মৃত আঃ কুদ্দুসের স্ত্রী।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, রংপুর এর একটি অভিযানিক দল সোমবার দুপুরের পর রংপুর মহানগরীর পরশুরাম থানার পান্ডার দিঘি (নিয়ামত) এলাকায় অবস্থিত বুড়িরহাট থেকে রংপুরগামী পাকা সড়কে অভিযান পরিচালনা করে।
ওই সময় গ্রেফতারকৃত আসামিদের সাথে থাকা কালো রঙের কাপড়ের তৈরি কটির ভেতরে ভিন্ন কায়দায় লুকানো ১০২ বোতল ফেনসিডিল জব্দ করে তাদের গ্রেফতার করা হয়।
ফ্লাইট লেফটেন্যান্ট মো. সাইফুল্লাহ নাঈম জানান, আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
রিপোর্টঃ তৌহিদুল ইসলাম চঞ্চল, লালমনিরহাট