• আপডেট টাইম : 14/01/2025 07:59 PM
  • 131 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক: দৌলতপুর (কুষ্টিয়া)
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুরে র‌্যাবের অভিযানে ৬৩৫ পিস ইয়াবা সহ মো. হানিফ খাঁ (৪৫) নামে একজন মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

১২ জানুয়ারী শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার চরসাদীপুর পশ্চিমপাড়া গ্রামের মো. হানিফ খাঁর বাড়িতে অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়। সে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদীপুর পশ্চিমপাড়া গ্রামের হাবিল খাঁর ছেলে।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার গোলাম মোর্ত্তুজার নেতৃত্বে র‌্যাবের অভিযানিক দল চরসাদীপুর পশ্চিমপাড়া গ্রামের মো. হানিফ খাঁ বাড়িতে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় ৬৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. হানিফ খাঁকে আটক করে র‌্যাব।

উদ্ধার করা মাদকের আনুমানিক সিজার মূল্য ১ লক্ষ ৯০ হাজার ৫০০টাকা বলে র‌্যাব সূত্র জানিয়েছে। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...