• আপডেট টাইম : 14/01/2025 07:55 PM
  • 124 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , লালমনিরহাট
  • sramikawaz.com

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অবস্থিত দহগ্রামে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে শূন্যরেখা বরাবর বিএসএফ কর্তৃক কাঁটাতারের বেড়া নির্মাণকালে বিজিবি'র বাঁধার মুখে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।


পরে সেক্টর পর্যায়ের বৈঠকে বিজিবির তীব্র প্রতিবাদে তারকাঁটার বেড়া নির্মাণ বন্ধ করে বিএসএফ। সীমান্তবর্তী এলাকার পরিস্থিতি শান্ত থাকলেও বিজিবি তাদের টহল আরও জোরদার করেছে।

বিজিবি জানায়, ২০১০ সালে তিনবিঘা করিডোর সংক্রান্ত একটি চুক্তির তথ্য উপস্থাপন করে সীমান্ত রেখা বরাবর তারকাঁটা দেওয়ার চেষ্টা করে বিএসএফ। পরে ১১ জানুয়ারি শনিবার দুপুরে সেক্টর পর্যায়ে বৈঠকে তারকাঁটা নির্মাণের বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছে।

এর আগে শুক্রবার বিকেলে বিএসএফ বিপুল সংখ্যক শ্রমিক দিয়ে দহগ্রাম সীমান্তের ৮ / ৪১ নম্বর পিলার লাগোয়া ভারতের অভ্যন্তরে শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া স্থাপন শুরু করে। স্থানীয়দের কাছে খবর পেয়ে ৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি বিজিবি ক্যাম্পের টহল দল প্রতিবাদ জানায়। এছাড়াও ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

৫১ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক আমির খসরু বলেন, “ বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। বিএসএফ সীমান্ত রেখায় তারকাঁটা নির্মাণ বন্ধ করেছে। বিজিবি-বিএসএফ এর উচ্চ পর্যায়ের বৈঠক শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।“

রিপোর্টঃ তৌহিদুল ইসলাম চঞ্চল, লালমনিরহাট

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...