• আপডেট টাইম : 14/01/2025 07:48 PM
  • 129 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , লালমনিরহাট
  • sramikawaz.com

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ) এর বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের অভিযোগ উঠেছে।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক আমির খসরু।
জানা যায়, ১০ জানুয়ারি শুক্রবার সকাল ১০ টায় দহগ্রামের ক্লাবপাড়া এলাকায় ৮ বাই ৪১ এস নম্বর ও ৭১ এস নম্বর পিলারের মধ্যবর্তী স্থানে সীমান্তের শূন্যরেখার কাছাকাছি নির্মাণশ্রমিকদের সাথে নিয়ে বেড়া নির্মাণের কার্যক্রম শুরু করে বিএসএফ সদস্যরা।

আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী, শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণের অনুমতি নেই। আইন লঙ্ঘন করে বেড়া নির্মাণ করায় বাঁধা প্রদান করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। ফলে কাজ বন্ধ করলেও কিছুক্ষণ পর আরও সদস্য নিয়ে ফিরে আসে বিএসএফ। এরপর পুনরায় বেড়া নির্মাণ সম্পন্ন করে তারা।


৫১ বিজিবি ব্যাটালিয়ন, রংপুর এর সহকারী পরিচালক আমির খসরু সংবাদমাধ্যমকে জানান, সংবাদ পেয়ে বিজিবি দ্রুত ঘটনাস্থলে শতাধিক সদস্য পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রাথমিকভাবে তাদের বাধা দেওয়া হয়। তবে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, সীমান্তে বিএসএফ এর বেড়া নির্মাণ স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। বিজিবির প্রাথমিক প্রতিরোধের পরও বিএসএফ এর এহেন আচরণ আন্তর্জাতিক আইন পরিপন্থি।

রিপোর্টঃ তৌহিদুল ইসলাম চঞ্চল, লালমনিরহাট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...