কুষ্টিয়ার দৌলতপুরেপূর্ব শু ত্রতারজের ধরে প্রতিপক্ষেরহামলায়অন্তত ১৫জন আহতহয়েছে। হামলারঘটনায়ব্যাপকভাঙচুর ও লুটেরঘটনা ঘটেছে বলেঅভিযোগকরাহয়েছে। আজবৃহস্পতিবারসকাল ৮টার দিকেউপজেলারফিলিপনগরইউনিয়নের পোয়ালবাড়িগ্রামেহামলা ও লুটের এ ঘটনা ঘটে।
হামলকারীরা বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপকভাংচুর ও লুটতরাজ চালিয়েছেবলে জানা গেছে।
এসময়তারা ২০টি গরু, ২৫টি ছাগলসহ কমপক্ষে ৫০ লাখটাকার সম্পদ ও গবাদি পশুলুটকরেনিয়ে গেছে বলেঅভিযোহকরাহয়েগছে।
পুলিশ ও ও স্থানীয়রাজানায়, পূর্ব শত্রæতার জেরধরে পোয়ালবাড়িগ্রামেররুহুল (৩৬) ও মোতালেবের নেতৃত্বে ২০-২৫ জনসশস্ত্র প্রতিপক্ষ একই গ্রামেরবুলবুলআহমেদ, জসিমউদ্দীন, তৌহিদুলইসলাম ও বকুল হোসেনেরবাড়িতেহামলাচালায়।
এসময়হামলকারীদের বাঁধাদিতে গেলেসশস্ত্র প্রতিপক্ষ দূবৃর্ত্তরাতাদের বেধড়কমারপিট ও কুপিয়েজখমকরেএলাকায় আতঙ্ক সৃষ্টিকরতে পর পর ৩ রাউন্ডফাঁকা গুলিবর্ষণকরেঘটনাস্থল থেকে নির্বিগ্নেচলেযায়। তবেযাওয়ারসময়হামলকারীরা ২০টি গরু, ২৫টি ছাগল,স্ব র্ণালংকারসহকমপক্ষে ৫০ লাখটাকারসম্পদ ও গবাদি পশুলুটকরেনিয়েযায়বলেঅভিযোগকরাহয়।
খবর পেয়ে দৌলতপুর থানাপুলিশ ও মহিষককুন্ডিবিজিবিক্যাম্পেরসদস্যরাঘটনাস্থলে গিয়েপরিস্থিতিনিয়ন্ত্রণকরে। হামলায়অন্তত ১৫ জনআহতহলেফরিদ (২২), জাহাঙ্গীর (২৬), সজিব (১৫)ও রিমন (১৭) কে গুরুতরঅবস্থায়হাসপাতালেভর্তি করাহয়েছে। বর্তমানেএলাকায় থমথমেঅবস্থা বিরাজকরছে।
হামলারঘটনারবিষয়ে দৌলতপুর থানারভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মো. নাজমুলহুদাবলেন, হামলা ও সংঘর্ষেরঘটনায় ৬ জনকেআটককরাহয়েছে। পরিস্থিতিনিয়ন্ত্রণে এলাকায়পুলিশ মোতায়েনরয়েছে।