লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভা এলাকায় গত ২ ডিসেম্বর বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাটগ্রাম শাখার সমন্বায়ক গোলাম আজমের উপর হামলার ঘটনা ঘটে।
ওই হামলায় আজম গুরুতর অসুস্থ হওয়ায় তাকে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ব্যক্তিগত বিষয় নিয়ে ঘটা ওই মারধরের ঘটনায় আহতের বড় ভাই বাদি হয়ে সজীব মিয়া ওরফে টাইগার, দেদুল মিয়াসহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা করার পর উল্লিখিত ২ ব্যক্তিকে গ্রেফতার করে পাটগ্রাম থানা পুলিশ।
৩ জানুয়ারি শুক্রবার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পাটগ্রাম থানার ওসি আশরাফুজ্জামান সরকার সংবাদমাধ্যমকে জানান, এজাহারভুক্ত দেদুল ও সজিবকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
রিপোর্টঃ তৌহিদুল ইসলাম চঞ্চল, লালমনিরহাট