লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অবস্থিত দহগ্রাম সরকারপাড়া এলাকায় গত ৩১ ডিসেম্বর মঙ্গলবার সীমান্তের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া স্থাপনের কাজ শুরু করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফ। কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশে, বিজিবি এর প্রতিবাদ ও বাঁধায় বেড়া নির্মাণের কাজ বন্ধ রাখতে বাধ্য হয় তারা।
১ ডিসেম্বর বুধবার বিকেলে ঘটনার সত্যতা সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি রংপুর-৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম আলদীন।
বিজিবি সূত্রে জানা যায়, দহগ্রাম সরকারপাড়া এলাকায় বাংলাদেশ ও ভারত সীমান্তের ৮ নম্বর পিলারের ৫১ নম্বর সাব-পিলারের শূন্যরেখায় সীমান্ত আইনলঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণ করছিলো বিএসএফ।
৩১ ডিসেম্বর দুপুরের দিকে ভারতের পশ্চিমবঙ্গের অরুণ ক্যাম্পের বিএসএফ সদস্যদের প্রচেষ্টায় ওই নির্মাণ কাজে সহায়তা করছিলো ১৫ থেকে ২০ জন ভারতীয় নাগরিক।
খবরটি জানতে পেরে বিজিবির দহগ্রাম ক্যাম্পের টহল দলের সদস্যরা ঘটনাস্থলে যান এবং বেড়া নির্মাণ কাজে বাঁধা দেন। কিন্তু বাঁধা দেয়ার পরও বিএসএফ এর সদস্যরা শ্রমিকদের নিয়ে কাজ চালিয়ে যায়। সে সময় বিজিবির সদস্যরা তীব্র প্রতিবাদ জানিয়ে আবারও কাজে বাঁধা দেন।
যার ফলে বিএসএফ সদস্যরা নির্মাণকাজ বন্ধ রেখে সীমান্তের ১৫০ গজ শূন্যরেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। এর প্রায় ৩০ মিনিট পর তারা নির্মাণকাজের জন্য ব্যবহৃত সরঞ্জামাদি ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।
ঘটনা প্রসঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি রংপুর ৫১ ব্যাটালিয়নের পানবাড়ি কোম্পানি কমান্ডার সুবেদার মো. জামিল হোসেন সংবাদমাধ্যমকে জানান, ওই ঘটনার জন্য তাৎক্ষণিকভাবে মৌখিক প্রতিবাদ জানানো হয়। এছাড়াও সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও বাড়ানো হয়।
বিজিবি ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম আলদীন সংবাদমাধ্যমকে জানান, বিজিবি সীমান্ত আইন না মেনে শূন্যরেখায় বিএসএফকে কোনো স্থাপনা নির্মাণ করতে দেবে না । বিষয়টি নিয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে। এছাড়াও ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে প্রতিবাদলিপি পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন।
রিপোর্টঃ তৌহিদুল ইসলাম চঞ্চল, লালমনিরহাট