কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বরোধের জের ধরে বড় ও ছোট ভাইদের দেশীয় অস্ত্রের আঘাতে মেজ ভাই জুমারত আলী (৫৫) খুনের ঘটনা ঘটেছে। গত ০৩ ডিসেম্বর দুপুরে কুষ্টিয়ার ইবি থানার মাজপাড়া গ্রামে হামলার এ ঘটনা ঘটে।
ঘটনার ২৮ দিন পর গতকাল মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জুমারত আলী মারা যান। সে একই এলাকার ছাবদার মন্ডলের ছেলে। হত্যার বিচারের দাবীতে নিহতের লাশ নিয়ে আজ বুধবার বেলা ১১টার দিকে দিকে মাজপাড়া নিজ গ্রামে বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী ও নিহতের
স্বজনরা।
ঘটনা সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে গত ০৩ ডিসেম্বর বড় ভাই জিয়ারত আলী ও ছোট আজব আলী সংগবদ্ধ হয়ে মেজ ভাইয় জুমারত আলীর ওপর হামলা চালায়।
তারা দেশীয় অস্ত্র দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় জুমারত আলী কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে অবস্থাল অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ ২৮দিন পর চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার রাতে তিনি মারা যান।
নিহতের ঘটনার বিষয়ে ইবি থানার ওসি শেখ ফরিদ উদ্দীন জানান, হত্যার এ ঘটনায় নিহতের ছেলে মেহেদি হাসান ৪ জনের নাম উল্লেখ করে ঘটনার একদিন পর ইবি থানায় একটি মামলা দায়ের করেছে। পরে ঘটনার সাথে জড়িত জিয়ারত আলী, কাশেম আলী, হাশেম আলী, আজব আলী নামে ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।