• আপডেট টাইম : 01/01/2025 04:57 PM
  • 120 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , লালমনিরহাট
  • sramikawaz.com

লালমনিরহাটে ৩১ ডিসেম্বর সোমবার বিকেলে গণপ্রকৌশল দিবস ও ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, আইডিইবি এর ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে শহরের জেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে প্রথমে আলোচনা সভা ও পরে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করে আইডিইবি লালমনিরহাট জেলা শাখা। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ামে প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।


‘বৈষম্যহীন কর্মক্ষেত্র-সময়ের দাবি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলার নির্বাহী প্রকৌশলী ইনছাফুল হক।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপমন্ত্রী ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবির হোসেন, কাজী সাখাওয়াত হোসেন ও একেএম মমিনুল হক প্রমুখ।


সভায় বক্তারা জানান, বৈষম্যমুক্ত সমাজ ও রাষ্ট্র গড়ার লক্ষ্যে কাজ করার দৃঢ় প্রত্যয় থাকতে হবে। এছাড়াও বৈষম্যহীন কর্মক্ষেত্র সময়ের বাস্তবতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বিষয়টি উপেক্ষিত হয়েছে। বৈষম্যের যাঁতাকলে বিভিন্ন শ্রেণীপেশার পাশাপাশি ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাও পিষ্ট হয়েছেন। তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বৈষম্য দূর করার জন্য সহযোগিতা প্রত্যাশা করেন।


উল্লেখ্য, আলোচনা সভা ও র‍্যালিতে অংশগ্রহণ করেন লালমনিরহাট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি'র শিক্ষার্থী ও জেলায় কর্মরত বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের ডিপ্লোমা প্রকৌশলীবৃন্দসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

রিপোর্টঃ তৌহিদুল ইসলাম চঞ্চল, লালমনিরহাট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...