• আপডেট টাইম : 31/12/2024 07:20 PM
  • 167 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , লালমনিরহাট
  • sramikawaz.com

লালমনিরহাটের দুলাল হোসেন নামের এক মাদক কারবারিকে নীলফামারী জেলার ডিমলা থানার নতুন বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান, র‍্যাব-১৩ সিপিসি-২ এর অভিযানিক দল।

৩০ ডিসেম্বর সোমবার সকাল ৭ টার পর নতুন বাজারের মেইন রাস্তা সংলগ্ন ডিমলা থেকে জলঢাকাগামী পাকা রাস্তা থেকে ৪৭ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় একটি অটোরিকশা জব্দ করে র‍্যাব।

গ্রেফতারকৃত দুলাল হোসেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম এলাকার মৃত আজিতুল্লাহ মিয়ার ছেলে বলে জানা গেছে।

র‍্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক,মিডিয়া ফ্লাইট লেফটেন্যান্ট মো. সাইফুল্লাহ নাঈম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী জেলার ডিমলা উপজেলার নতুন বাজার এলাকার জলঢাকাগামী পাকা রাস্তায় ব্যাটারিচালিত একটি অটোরিকশায় বিশেষ কায়দায় রক্ষিত ৪৭ বোতল ফেনসিডিলসহ ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। পরবর্তী কার্যক্রমের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

রিপোর্ট: তৌহিদুল ইসলাম চঞ্চল, লালমনিরহাট

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...