• আপডেট টাইম : 30/12/2024 04:39 PM
  • 168 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক: দৌলতপুর (কুষ্টিয়া)
  • sramikawaz.com

কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদের পাড় থেকে অজ্ঞাত এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩০ ডিসেম্বর সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়ার গড়াই নদের উপর রেলসেতুর নীচ থেকে লাশটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর হবে। তার পরনে চেক লুঙ্গি, শার্ট ও কাল রঙের কোট রয়েছে। এছাড়াও বাম হাত ভাঙা, মুখ ও পাঁয়ে ক্ষত চিহ্ন রয়েছে।

রেল সেতুর নীচে সকালে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। ধারণা করা হচ্ছে অজ্ঞাত ওই ব্যক্তি ট্রেনের যাত্রী ছিল। ট্রেন থেকে পড়ে এ দূর্ঘটনা ঘটতে পারে।

ঘটনাস্থলে উপস্থিত কুমারখালী থানার উপ-পরিদর্শক বিপ্ল বিশ্বাস জানান, শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্তক্ষত আছে। এটি দুর্ঘটনা, নাকি হত্যা, তা ময়নাতদন্তের পর জানা যাবে। রোববারের রাতের কোন একসময় ট্রেনে চলার সময় এ ঘটনা ঘটতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...