লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মুন্সিরহাট জগৎবেড় এলাকায় একটি ভুট্টার গোডাউনের দেয়াল ভেঙে আব্দুল হামিদ নামে এক শ্রমিক মারা গেছেন।
২৮ ডিসেম্বর শনিবার রাতে ফাটল ধরা দেয়াল ভেঙে ঘটনাস্থলেই ওই শ্রমিকের মৃত্যুর বিষয়টি ২৯ ডিসেম্বর সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন পাটগ্রাম থানার ওসি আশরাফুজ্জামান সরকার।
নিহত আব্দুল হামিদ (৫০) ওই উপজেলার জগৎবেড় চাত্রারপার এলাকার মৃত এন্তাজ মিয়ার ছেলে। তিনি ওই ভুট্টার গোডাউনে লোডিং-আনলোডিং এর কাজ করতেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে কয়েকজন শ্রমিক গোডাউনের ভেতরে লোডিং-আনলোডিং এর কাজ করছিলো। সে সময় হঠাৎ গোডাউনের একটি দেয়াল ভেঙে পড়ে। কয়েকজন শ্রমিক দৌড়ে প্রাণ বাঁচালেও আব্দুল হামিদ ওই দেয়ালের কাছাকাছি থাকায় তার উপর দেয়াল ভেঙে পড়ে। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শ্রমিকদের অভিযোগ, বেশ কিছুদিন আগে ওই ভুট্টার গোডাউনের দেয়ালে ফাটল ধরে। তারা বিষয়টি মালিককে অবহিত করলেও তিনি এ ব্যাপারে কোন পদক্ষেপ নেননি। বরং ওই অবস্থাতেই তাদের কাজ চালিয়ে যেতে বলেন। মালিকের অবহেলা ও উদাসীনতার ফলস্বরূপ এমন দুর্ঘটনা ঘটেছে।
তবে এ বিষয়ে ওই গোডাউন মালিকের কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে পাটগ্রাম থানার ওসি জানান, ঘটনাটি দুঃখজনক। ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ওই ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
রিপোর্টঃ তৌহিদুল ইসলাম চঞ্চল, লালমনিরহাট