বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন কর্তৃক আহুত কর্মবিরতিতে পূর্ণ সমর্থন জ্ঞাপন করে কর্মবিরতি সফল করার জন্য সকল নৌযান শ্রমিকদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ওএসকে গার্মেন্টস এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশন। ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ইয়াসিন এবং সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন এক যুক্ত বিবৃতিতে এ সমর্থন জ্ঞাপন করেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়- এমভি আল-বাখেরা জাহাজের শ্রমিকদের নির্মম হত্যাকান্ডের ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, হত্যাকারীদের সনাক্ত করে গ্রেফতারসহ নৌপথে চাঁদাবাজি ও ডাকাতি বন্ধের দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন গত মধ্য রাত ২৬ ডিসেম্বর দিবাগত রাত ১২ টা ১ মিনিট থেকে কর্মবিরতি পালন করছে।
২৩ ডিসেম্বর নির্মম হত্যাকান্ডের সংবাদ জ্ঞাত হওয়ার পর থেকে নৌযান শ্রমিকসহ সারাদেশের শ্রমিকদের মধ্যেই প্রচন্ড ক্ষোভ তৈরি হয়েছে। ইতিমধ্যে হত্যাকান্ডের সাথে সম্পৃক্ত জানিয়ে একজনকে গ্রেফতার করা হলেও গ্রেফতারকৃত ব্যক্তি এবং আইনশৃক্সখলা বাহিনীর বক্তব্য সারাদেশের মানুষের মধ্যে বিশ^াসযোগ্যতা তৈরি করতে পারে নি। ফলে প্রকৃত কারণ উদঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সকল শ্রমিকদের ঐক্যবদ্ধ দাবি।
ফেডারেশনের নেতৃদ্বয় ক্ষোভ প্রকাশ করে বলেন, একদিকে গার্মেন্টস শ্রমিকরা মজুরির দাবিতে আন্দোলন করলে পুলিশ ও সেনাবাহিনী গুলি করে শ্রমিক হত্যা করছে অন্যদিকে আইনশৃক্সখলা বাহিনী নৌ-শ্রমিকদের নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। নেতৃদ্বয় সকল শ্রমিকদের কর্মক্ষেত্র ও জীবনের নিরাপত্তা দাবি করেন।
বার্তা প্রেরক,
শাহনাজ বেগম