• আপডেট টাইম : 25/12/2024 08:38 PM
  • 173 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , লালমনিরহাট
  • sramikawaz.com

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ভারতীয় সীমান্ত ঘেঁষা উত্তর গোবধা গ্রামে যথাযোগ্য মর্যাদা সাথে ও উৎসবমুখর পরিবেশে খ্রিষ্টীয় ধর্মের সব থেকে বড় উৎসব বড়দিন পালিত হয়েছে।
২৫ ডিসেম্বর বুধবার সকাল থেকে দিনব্যাপী উত্তর গোবধা পিবিটি চার্চের সদস্যভুক্ত পরিবারসমূহ প্রার্থনা, কেক কাটা ও উপহার বিতরণের মধ্য দিয়ে এই দিবসটি উদ্‌যাপন করেন।


চার্চ কমিটি সূত্রে জানা যায়, উত্তর গোবধা গ্রামের বাচ্চা মিয়ার ছেলে সিরাজুল হকের নেতৃত্বে ৩০ থেকে ৩৫ টি পরিবার বিভিন্ন ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে খ্রিষ্টান ধর্ম গ্রহণ করেন। ২০১৫ সালে উত্তর গোবধায় অবস্থিত নিজ বাড়িতে পিবিটি চার্চ গড়ে তুলেন তিনি। সেখানেই নিভৃত্য এ পল্লির খ্রিষ্টান ধর্মাবলম্বীরা বড়দিনের উৎসব পালন করেন। ওই চার্চের সভাপতির দায়িত্বে রয়েছেন সিরাজুল হক নিজেই।

পিবিটি চার্চের সভাপতি সিরাজুল হক জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও বড়দিন পালনের জন্য সরকারিভাবে ৫০০ কেজি জিআর চাল বরাদ্দ দেয়া হয়েছে। চার্চের প্রার্থনায় দেশবাসীর শান্তি কামনা করা হয়। তবে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলেও বিগত দিনের মতোই পুলিশ সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তা দিয়েছেন।

উল্লেখ্য, জেলা শহরের অবস্থিত চার্চ অব গড, ঈশ্বরের মণ্ডলীসহ অন্যান্য চার্চেও বড়দিন উৎসব পালিত হয়েছে ।

 

রিপোর্টঃ তৌহিদুল ইসলাম চঞ্চল, লালমনিরহাট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...