কুষ্টিয়ার ভেড়ামারায় র্যাবের অভিযানে ১২ কেজি গাঁজাসহ শ্যামল ইসলাম (২৫) নামে একজন মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
২৫ ডিসেম্বর বুধবার সকাল ৯.১৫টায় ভেড়ামারা পুরাতন উদ্দীপন মোড়ের সামনে অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়। সে দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগুয়ান কান্দিরপাড়া গ্রামের তুজাম বিশ^াসের ছেলে।
র্যাব সূত্র জানায়, র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার গোলাম মোর্ত্তুজার নেতৃত্বে র্যাবের অভিযানিক দল ভেড়ামারা পুরাতন উদ্দীপন মোড়ের সামনে পাকা রাস্তায় মাদক বিরোধী অভিযান চালায়। এসময় ৩টি প্যাকেটে ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী শ্যামলকে আটক করে র্যাব।
উদ্ধার করা মাদকের আনুমানিক সিজার মূল্য ৩ লক্ষ ৬০ হাজার বলে র্যাব সূত্র জানিয়েছে। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভেড়ামারা থানায় হস্তান্তর করেছে র্যাব।