• আপডেট টাইম : 24/12/2024 07:20 PM
  • 173 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , লালমনিরহাট
  • sramikawaz.com

লালমনিরহাট জেলা শহরে অবস্থিত কেন্দ্রীয় সার্বজনীন কাচারিবাড়ী দুর্গা মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে ৩০তম ১৬ প্রহরব্যাপী শ্রী শ্রী হরিনাম সংকীর্তন ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠান ।

২৩ ডিসেম্বর সোমবার আনুমানিক রাত ১২টায় ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।

প্রধান অতিথির বক্তব্যে আসাদুল হাবিব দুলু বলেন,’ বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রতির দেশ। এখানে হিন্দু-মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান মিলেমিশে চলছি দীর্ঘদিন ধরে। একটি গোষ্ঠী নিজের স্বার্থ রক্ষায় হিন্দু সম্প্রদায়ের মানুষদের ব্যবহার করে।‘

আসাদুল হাবিব দুলু আরও বলেন, ‘ভারতে পালিয়ে গিয়ে হাসিনা এখন বাংলাদেশের ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। দেশের বাহিরে থেকে উসকানি দিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টাকারীদের ব্যাপারে সচেতন থাকতে হবে।‘

বক্তব্য চলাকালে তিনি সনাতনীদের কোনো গোষ্ঠীর জন্য ব্যবহৃত না হওয়া আহ্বান জানান।
ওই মন্দির কমিটির সভাপতি দুলাল চন্দ্র বর্মনের সভাপতিত্বে শনিবার রাত থেকে মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার হিন্দু ধর্মাবলম্বীরা অংশ নেন।

আয়োজকরা জানান, গত ২১ ডিসেম্বর শনিবার শ্রীমত ভগবদগীতা পাঠ ও অধিবাস কীর্তনের মধ্য দিয়ে শুরু হওয়া বিশ্ব শান্তি কল্পে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানটি ২৪ ডিসেম্বর মঙ্গলবার সারারাত মহাপ্রভুর ভোগরাগ ও মহোৎসব পালনের মাধ্যমে পরিসমাপ্তি ঘটবে।

রিপোর্টঃ তৌহিদুল ইসলাম চঞ্চল, লালমনিরহাট

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...