লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার নামুড়ি রেলওয়ে স্টেশনের পাশে ‘করতোয়া এক্সপ্রেস’ নামক ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
২২ ডিসেম্বর রোববার বিকেলে ঘটা ওই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউল ইসলাম ফাতেমী পাভেল।
পলাশীর ইউপি চেয়ারম্যান আলাউল ইসলাম ফাতেমী পাভেল সংবাদমাধ্যমকে জানান, বুড়িমারীগামী ‘করতোয়া এক্সপ্রেস’ ট্রেনটি নামুড়ি স্টেশন পার হয়ে কিছুদূর গেলে অজ্ঞাত এক বৃদ্ধা ট্রেনে কাটা পড়েন। তিনি ঘটনাস্থলেই মারা যান। তিনি কীভাবে ট্রেনে কাটা পড়েছেন সে ব্যাপারে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে উপস্থিত লোকজনের মধ্যে কেউ নিহতের ওই বৃদ্ধার পরিচয় জানেন না। তবে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
রিপোর্টঃ তৌহিদুল ইসলাম চঞ্চল, লালমনিরহাট