লালমনিরহাটের কেন্দ্রীয় বাস টার্মিনালে গত ৮ ডিসেম্বর দুপুরে বাস মিনিবাস, কোচ এবং মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার সময় সংবাদকর্মীদের ওপর হামলার মূল পরিকল্পনাকারী মাইদুল ইসলামকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
২১ ডিসেম্বর শনিবার রাতে জেলা শহরের হাড়িভাঙ্গা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতারের বিষয়টি রবিবার সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন লালমনিরহাট সদর থানার ওসি আব্দুল কাদের।
গ্রেফতার মাইদুল ইসলাম হাড়িভাঙ্গা বদিয়ারটারী এলাকার অছদ্দি নামের এক ব্যক্তির ছেলে বলে জানা গেছে।
ওসি আব্দুল কাদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের হাড়িভাঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার মূল আসামি মাইদুলকে গ্রেফতার করা হয়। মামলার অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গত ৮ ডিসেম্বর দুপুরে ঘটা ওই সংঘর্ষে বিভিন্ন সংবাদমাধ্যমের সংবাদকর্মীরা সেখানে দায়িত্ব পালন করতে গেলে মাহফুজার ও বকুল গং এর ভাড়া করা সন্ত্রাসী মাইদুল ইসলাম পূর্ব পরিকল্পিতভাবে সাংবাদিক জিন্না ও রতনের ওপর হামলা চালায়। এ সময় শ্রমিকদল নেতা ওমর ফারুক বাবলু গুরুতর আহত হন।
ওই ঘটনায় সাংবাদিক শরিফুল ইসরাম রতন বাদি হয়ে মাইদুলকে প্রধান করে ও চারজনের নাম উল্লেখ করে লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
উল্লেখ্য, আওয়ামীলীগ সরকার পতনের পর লালমনিরহাট জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব নিয়ে বিএনপি সমর্থিত দুটি গ্রুপের সৃষ্টি হয়। একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি ওমর ফারুক বাবলু।
অপর গ্রুপের নেতৃত্বে রয়েছেন মাহফুজার ও বকুল ড্রাইভার। এই গ্রুপটি কৌশলে শ্রমিক ইউনিয়নের নতুন রেজিষ্ট্রেশন নেওয়ার প্রক্রিয়া চলমান রাখে। এতে উভয় পক্ষের মধ্যে ক্ষোভ ও সংঘাতের সৃষ্টি হয় ।
রিপোর্ট: তৌহিদুল ইসলাম চঞ্চল, লালমনিরহাট নি