• আপডেট টাইম : 22/12/2024 07:27 PM
  • 129 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , লালমনিরহাট
  • sramikawaz.com

লালমনিরহাটের আদিতমারী উপজেলার টেপা পলাশি এলাকা থেকে ১৯টি চোরাই মোবাইলসহ বাবু মিয়া নামে মোবাইল চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

২১ ডিসেম্বর শনিবার দুপুরে কালীগঞ্জের কাকিনা বাজার এলাকার রিতু টেলিকম নামের এক মোবাইলের দোকানে চুরির ঘটনায় ওই আসামিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক।


আটক বাবু মিয়া (৪৫) আদিতমারী উপজেলার টেপা পলাশি এলাকার আকবর আলীর ছেলে বলে জানা গেছে।
কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক সংবাদমাধ্যমকে জানান, কিছুদিন আগে কাকিনা বাজার এলাকার রিতু টেলিকম নামে একটি মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটে।

চুরির সময় চোরেরা দোকানটি থেকে ২৩টিরও বেশি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও প্রায় ৪ লাখ টাকা চুরি করে। ওই ঘটনায় রিতু টেলিকমের মালিক রেজওয়ান বাবু কালীগঞ্জ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেন। তদন্ত চলাকালে তথ্যপ্রযুক্তি ব্যবহার ও বিভিন্ন সোর্সের দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে বাবু মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে কালীগঞ্জ থানা পুলিশ।

সে সময় তাকে আটক করা হয়। তল্লাশির সময় তার বাড়ি থেকে ১৮ টি বাটন মোবাইল ও ১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সেলিম মালিক আরও জানান, আটক বাবু মিয়া একটি সক্রিয় চোর চক্রের সদস্য। তার নামে পার্শ্ববর্তী নীলফামারী থানাসহ বিভিন্ন থানায় ৬টিরও অধিক চুরির মামলা রয়েছে। আটক ওই ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
রিপোর্টঃ তৌহিদুল ইসলাম চঞ্চল, লালমনিরহাট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...