• আপডেট টাইম : 19/12/2024 04:52 PM
  • 144 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক: দৌলতপুর (কুষ্টিয়া)
  • sramikawaz.com

টঙ্গী ইজতেমা ময়দানে গভীর রাতে উগ্র সন্ত্রাসী সাদ পন্থীদের অতর্কিত হামলায় ৪জন শহীদ, অসংখ্য আহত ও নিখোঁজের প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার, শাস্তি ও সাদ পন্থীদের নিষিদ্ধের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে জেলা উলামা পরিষদ ও তাবলিগী সাথিগণ।

 

১৯ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের পাঁচরাস্তার মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে কুষ্টিয়া উলামা পরিষদের সভাপতি মুফতি আব্দুল হামিদসহ সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় মুফতি আব্দুল হামিদ বলেন, উগ্র সন্ত্রাসী এই সাদ পন্থীরা ভারতীয় ‘র’ এর এজন্টের ভুমিকা ও পরামর্শ অনুযায়ী তারা এখানে কাজ করছে। ভারতের এজেন্ট যারা বাংলাদেশে আছে তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করছে এবং এই দেশের মধ্যে শান্তি শৃংখলা ধুলিৎসাত ও অরাজকতা-অশান্তি সৃষ্টির জন্য তারা পরিকল্পিতভাবে ভারতের ‘র’ দের সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য চক্রান্ত চালিয়ে যাচ্ছে।

অবিলম্বে সা'দ পন্থীদের নিষিদ্ধেরও দাবী জানান তিনি। পরে জেলা প্রশাসক বরাবর ¯^ারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...