• আপডেট টাইম : 19/12/2024 04:45 PM
  • 109 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক: দৌলতপুর (কুষ্টিয়া)
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুরে ক্লাবের কমিটি নিয়ে দুই গ্রপের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যার পর উপজেলার প্রাগপুর ইউনিয়নের প্রাগপুর বাজারে সংঘর্ষের এ ঘটনা ঘটে। সংঘর্ষে নিজাম উদ্দিন (৪৫) নামে একজন আহত হয়েছেন। আহত নিজাম উদ্দিন একই ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, প্রাগপুর বাজারে অবস্থিত আলাপনি ক্লাবের কমিটি নিয়ে প্রাগপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজমল হোসেন আজম ও সাবেক মেম্বার তাহাজ উদ্দিনের লোকজনের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে সংঘর্ষ বাঁধে।

এসময় উভয় গ্রপের লোকজন ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হলে প্রাগপুর বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রাগপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংঘর্ষে লিপ্ত দু’পক্ষর লোকজনকে ছত্রভঙ্গ করার চেষ্টা করলে উভয়পক্ষের লোকজন দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া চালিয়ে যায়।

পরবর্তীতে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে নিজাম উদ্দিন নামে একজন আহত হোন। তিনি স্থানীয়ভাবে চিকিৎসাধীন রয়েছেন।

সংঘর্ষের ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, প্রাগপুর বাজারে একটি ক্লাবের কমিটিকে কেন্দ্র করে দুই গ্রæপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতিস্বা ভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...