লালমনিরহাটে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপযাপিত হয়েছে।
১৮ ডিসেম্বর বুধবার ‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার; বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাট জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর যৌথ উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও মেলার আয়োজন করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবার রহমান। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিটিসি’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ, স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন ব্যাংক ও এনজিওর কর্মকর্তাবৃন্দ।
দিবসটি উপলক্ষ্যে জেলা শহরের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গণে মেলার আয়োজন করা হয়। ওই মেলার শুভ উদ্বোধন করেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। মেলা প্রাঙ্গণে বক্তারা প্রবাসীদের অর্জন ও অধিকারের বিভিন্ন দিক তুলে ধরেন।
রিপোর্টঃ তৌহিদুল ইসলাম চঞ্চল, লালমনিরহাট