লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নে বিজয় দিবস উপলক্ষ্যে বেসরকারি সংস্থা, এনজিও আশা’র উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
১৭ ডিসেম্বর মঙ্গলবার দেশব্যাপী পনেরো হাজার মানুষকে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আয়োজিত ওই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন আশা'র আদিতমারী শাখার এমআরএম ও উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি মো. রেজাউল করিম।
মঙ্গলবার সকালে আশা ভেলাবাড়ী স্বাস্থ্যকেন্দ্রে অনুষ্ঠিত ওই মেডিক্যাল ক্যাম্পের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপি’র সভাপতি গোলাম কিবরিয়া রিপন, বিশেষ অতিথি ছিলেন আশা ভেলাবাড়ী ব্রাঞ্চ ম্যানেজার মোছা: নিলুফা ইয়াসমিনসহ অন্যান্য ব্রাঞ্চ কর্মকর্তাবৃন্দ।
আয়োজকরা জানান, দিনব্যাপী আয়োজিত ওই মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি ডায়াবেটিস পরীক্ষা, বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এছাড়াও ৫ থেকে ১৬ বছর বয়সী কিশোর-কিশোরীদের বিনামূল্যে কৃমিনাশক ঔষধ খাওয়ানো হয়।
আশা'র কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি, সিএসআর কার্যক্রমের আওতায় বছরে কয়েক লক্ষ মানুষকে স্বাস্থ্য, শিক্ষা, ত্রাণ, শীতবস্ত্র, স্যানিটেশনসহ অন্যান্য সেবা প্রদান করা হয়। যার অর্থ সংস্থাটির ক্ষুদ্র ঋণ প্রকল্পের উদ্বৃত্ত তহবিল থেকে জোগান দেয়া হয়ে থাকে।
উল্লেখ্য, ওই মেডিক্যাল ক্যাম্পে ভেলাবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা শতশত নারী,পুরুষ, বয়োবৃদ্ধ, শিশু,তরুণসহ সকল রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন ভেলাবাড়ী স্বাস্থ্যসেবা কেন্দ্রের ডা. ইশতিয়াক আহমেদ।
রিপোর্টঃ তৌহিদুল ইসলাম চঞ্চল, লালমনিরহাট