• আপডেট টাইম : 17/12/2024 02:44 PM
  • 140 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , লালমনিরহাট
  • sramikawaz.com

লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সাথে মহান বিজয় দিবস উদ্‌যাপিত হয়েছে।
১৬ ডিসেম্বর সোমবার দিবসটির প্রথম প্রহর তথা সকাল ৬.৪২ মিনিটে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনি দেওয়ার মাধ্যমে বিজয় দিবস উদ্‌যাপন কার্যক্রম শুরু হয়।

এরপর পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে বীর শহিদদের প্রতি সম্মান প্রদর্শন করেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলামের নেতৃত্বে জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা কমান্ড, রাজনৈতিক দল ও অরাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

ওই সময় শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, বীর মুক্তিযোদ্ধা এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯টায় জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয় ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।


সকাল ১১টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। এরপর বিকেলে শিশুদের জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এছাড়াও মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গণে দিনব্যাপী বিজয় মেলা অনুষ্ঠিত হয় ।


দিবসটি উপলক্ষ্যে জেলার সকল সরকারি হাসপাতাল,জেলখানা,শিশু পরিবারসহ ছিন্নমূল মানুষের মাঝে খাবার পরিবেশন ও মসজিদ মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়।

রিপোর্টঃ তৌহিদুল ইসলাম চঞ্চল, লালমনিরহাট

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...