• আপডেট টাইম : 17/12/2024 02:40 PM
  • 149 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , লালমনিরহাট
  • sramikawaz.com

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী শহিদ আবুল কাশেম কলেজ মাঠে বিজয় দিবস উপলক্ষ্যে শুরু হয়েছে বউ-জামাই মেলা।

১৬ ডিসেম্বর সোমবার বিকেলে দীর্ঘ ১৫ বছর পর শুরু হওয়া ওই মেলা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন লালমনিরহাট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিসেস লায়লা হাবিব।

আয়োজকরা জানান, বিজয়ের মাসে আয়োজিত লালমনিরহাট জেলার এই ঐতিহ্যবাহী বউ-জামাই মেলা নানান প্রতিবন্ধকতার কারণে দীর্ঘ ১৫ বছর যাবত আয়োজন করা সম্ভব হয়নি। ফলে বঞ্চিত হয়েছিল লালমনিরহাটবাসী। কিন্তু অনুকূল পরিবেশ থাকায় জেলাবাসীর বিনোদনের বিষয়টি বিবেচনা করে এবার ১৫ দিনব্যাপী অর্থাৎ ৩১ ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে।
মেলা প্রাঙ্গণে সোমবার সকালে বিভিন্ন প্রজাতির মাছ মেলার উদ্বোধন করেন সাবেক উপমন্ত্রী ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

এবারের বউ-জামাই মেলায় রয়েছে মৎস্য স্টল, পিঠা স্টল ও অন্যান্য প্রসাধনী পণ্যের স্টল। মেলায় হরেক রকমের পিঠা ও নানা প্রজাতির মাছ নিয়ে দোকানিরা পসরা সাজিয়ে বসেছেন। মেলায় প্রতিদিন সকালে মৎস্য উৎসব ও বিকেল থেকে রাত পর্যন্ত চলবে পিঠা উৎসব।

গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী বউ-জামাই মেলার প্রথম দিনই বিভিন্ন বয়স ও শ্রেণীপেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। গলায় মালা ও শাড়ি পড়ে জামাই-বউরা মেলায় এসে আনন্দ উপভোগ করেছেন। জেলার বিভিন্ন প্রান্ত ও আশপাশের জেলা থেকে দর্শনার্থীরা মেলায় যোগ দিয়েছেন।

মেলার প্রধান পৃষ্ঠপোষক আসাদুল হাবিব দুলু জানান, এখন ফাস্ট ফুডের ভিড়ে উত্তরাঞ্চলের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন রসালো পিঠা হারিয়ে যেতে বসেছে। তাই সেই হারানো ঐতিহ্যকে ফিরে আনতে আয়োজন করা হয়েছে বউ-জামাই মেলার। পাশাপাশি রয়েছে মাছের মেলা।

আসাদুল হাবিব দুলু আরও জানান, বউ-জামাই মেলায় রংপুর অঞ্চলের মেয়েরা তাদের জামাইকে সাথে নিয়ে মেলায় আসবে। মেলায় ঘোরাঘুরি শেষে জামাই শ্বশুরবাড়িতে মাছ কিনে নিয়ে যাবে।

শ্বশুর-শাশুড়ি ও তার অন্যান্য আত্মীয়-স্বজন মাছের তরকারি দিয়ে দুপুরের খাবার খাবেন। খেয়ে আবার বিকেলে পিঠা মেলায় আসবেন। রাত পর্যন্ত চলবে বিভিন্ন গ্রামীণ নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দীর্ঘ ১৫ বছর বিভিন্ন বিনোদন থেকে বঞ্চিত ছিলেন তারা। এই আয়োজন অত্র এলাকার লোকজনকে কিঞ্চিৎ পরিমাণ হলেও আনন্দ দিবে বলে আশা করেন তিনি।

রিপোর্টঃ তৌহিদুল ইসলাম চঞ্চল, লালমনিরহাট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...