• আপডেট টাইম : 16/12/2024 12:26 PM
  • 111 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক: দৌলতপুর (কুষ্টিয়া)
  • sramikawaz.com

কুষ্টিয়ার কুমারখালীতে পণ্যবাহী ট্রাকের চাপায় আকাশ আহমেদ (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের ভাড়ালা বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ কুষ্টিয়ার ঝাউদিয়া বন্দনাথপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে এবং ঝাউদিয়া কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আকাশ বন্ধুদের নিয়ে মোটরসাইকেল যোগে ঝাউদিয়া হতে কুমারখালী যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এসময় আকাশ মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়লে দ্রুতগামী পণ্যবাহী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় অপর মোটরসাইকেল চালক আহত হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দূর্ঘটনার বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত কুমারখালী থানার এস আই চিরঞ্জিত জানান, মোটরসাইকেলে থাকা এক আরোহী ট্রাক চাপায় নিহত হয়েছে। এ ঘটনায় আরো একজন আহত হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ট্রাক ও চালক পলাতক রয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতের মরদেহ উদ্ধার কুমারখালী উপজেলা
স্বাস্থ্যকমপ্লেক্স নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...