• আপডেট টাইম : 15/12/2024 04:42 PM
  • 143 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , লালমনিরহাট
  • sramikawaz.com

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের বুড়াসারডুবি গ্রামে জ্বলন্ত কুপি থেকেকম্বলে আগুন লেগে অইচন বেওয়া নামে সত্তর বছর বয়সী এক বৃদ্ধার করুণ মৃত্যু হয়েছে।

১৪ ডিসেম্বর শনিবার রাতে ঘটা দুর্ঘটনায় ওই বৃদ্ধার মৃত্যুর বিষয়টি ১৫ ডিসেম্বর রবিবার সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান খোকন ।

নিহত অইচন বেওয়া বুড়াসারডুবি গ্রামের মৃত জমির উদ্দিনের স্ত্রী। তিনি বাধ্যজনিত কারণে চলাচল করতে পারতেন না বলে জানা গেছে।

ইউপি চেয়ারম্যান ফজলার রহমান খোকন জানান, শনিবার রাতে জ্বলন্ত কুপির আগুন কম্বলে লেগে যায়। সে সময় অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন্নবী জানান, দুর্ঘটনার জায়গায় পুলিশ অফিসার পাঠিয়ে তদন্ত করা হয়েছে। কুপির আগুন কম্বলে লেগেই তার মৃত্যু হয়েছে। পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় তারা দাফনের ব্যবস্থা করেছেন।

রিপোর্ট: তৌহিদুল ইসলাম চঞ্চল, লালমনিরহাট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...