• আপডেট টাইম : 15/12/2024 04:33 PM
  • 109 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক: দৌলতপুর (কুষ্টিয়া)
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে প্রায় ১৪ লক্ষ টাকার ভারতীয় কারেন্ট জাল ও চকলেট পটকাবাজি উদ্ধার হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় উপজেলার চিলমারী ইউনিয়নের আতারাপাড়া সীমান্ত এলাকা থেকে কারেন্ট জাল ও পটকাবাজি উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুব মুর্শেদ রহমান পিএসসি’র নির্দেশনায় সুনিদিৃষ্ট তথ্যের ভিত্তিতে উদয়নগর বিওপি’র নায়েব সুবেদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবি’র টহল ৮৪/৭-এস সীমান্ত পিলার সংলগ্ন ১৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে আতারপাড়া নামক স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়।

এসময় মালিক বিহীন অবস্থায় ৭৩ কেজি ভারতীয় নিষিদ্ধ কারেন্ট জাল ও ২৬ হাজার ৫০০ পিস চকলেট পটকাবাজি উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ১৩ লক্ষ ৯২ হাজার ৫০০টাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...