লালমনিরহাট জেলা শহরের কালেক্টরেট মাঠে ‘বৈষম্যহীন সমাজ গঠনে স্কাউটিং’ প্রতিপাদ্যে শুরু হয়েছে স্কাউটস এর পাঁচদিনব্যাপী ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী।
১৩ ডিসেম্বর শুক্রবার সকালে বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট সদর উপজেলা শাখার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাব ক্যাম্পুরী শুভ উদ্বোধন ঘোষণা করেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।
লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা ফেরদৌসের সভাপতিত্বে ওই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থত ছিলেন স্থানীয় সরকার লালমনিরহাট এর উপপরিচালক মো. রাজিব আহসান, লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহবুবুর রহমান, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম মমিনুল হক, লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরি, বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট জেলা শাখার সহকারী পরিচালক সুধীর চন্দ্র বর্মন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লিপিকা দত্ত, লালমনিরহাট সদর উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল হামিদ সরকার প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট সদর উপজেলার সাবেক সম্পাদক ও কাব ক্যাম্পুরী আয়োজক কমিটির সদস্য সচিব মো. একরামুল হক সরকার জানান, ৩৮টি প্রতিষ্ঠানের প্রতিটির এক ষষ্ঠক ও ইউনিট লিডারসহ ০৭ জন করে মোট ২৬৬ জন রোভার ও ২০ জন কর্মকর্তাসহ সর্বমোট ৩৫০ জন এই কাব ক্যাম্পুরীতে অংশগ্রহণ করছেন।
এই ক্যাম্পুরীর মহা তাঁবু জলসা আগামী ১৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন চ্যালেঞ্জের মাধ্যমে মেধা ও নান্দনিক বিকাশ সাধনের লক্ষ্যে কাব ক্যাম্পুরি আয়োজন করা হয়েছে।
রিপোর্টঃ তৌহিদুল ইসলাম চঞ্চল, লালমনিরহাট