লালমনিরহাটের আদিতমারী উপজেলার আরাজী দেওডোবা গ্রামে ভ্রামমাণ আদালতের অভিযানে অবৈধভাবে সার মজুদ ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির দায়ে হীরা লাল রায় (৩৫) নামে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
১২ ডিসেম্বর বৃহস্পতিবার আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত এর নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে ৩৩১ বস্তা সার জব্দ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসার ওমর ফারুক জানান, নিজ বাড়িতে সার মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি করছিলেন হীরা লাল। এমন খবর পেয়ে পুলিশকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রওজাতুন জান্নাত। সে সময় তার বাড়ি থেকে বিভিন্ন ধরণের ৩৩১ বস্তা সার জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের সামনে ওই ব্যবসায়ী তার দোষ স্বীকার করায় তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় ও ৩৩১ বস্তা সার জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত জানান, অবৈধ সার ব্যবসায়ী ও মজুদদারদের বিরুদ্ধে অভিযান প্রক্রিয়া চলমান রয়েছে। কোনো অনিয়ম সহ্য করা হবে না।
উল্লেখ্য ওই অভিযান চলাকালে আদিতমারী থানার ওসি আলী আকবর ও উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুকসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্ট: তৌহিদুল ইসলাম চঞ্চল, লালমনিরহাট