• আপডেট টাইম : 12/12/2024 07:12 PM
  • 148 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক: দৌলতপুর (কুষ্টিয়া)
  • sramikawaz.com

কুষ্টিয়ার ভেড়ামারায় র‌্যাবের অভিযানে ৯২ বোতল ফেনসিডিল সহ ২ জন মাদক পাচারকারী আটক হয়েছে। শুক্রবার গভীর রাতে ভেড়ামারা লালন শাহ্ সেতুর টোল প্লাজা থেকে শামীম হোসেন (৪০) ও সানোয়ার (৩১) নামে দুজন মাদক পাচারকারীকে ফেনসিডিলসহ আটক করে র‌্যাব।

আটক মাদক পাচারকারীরা পাবনা জেলার শালগাড়িয়া খাপাড়া ও মহেন্দ্রপুর গ্রামের আব্দুর রহমান ও মৃত বন্দে আলী মিয়ার ছেলে।

১২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে প্রেস বিজ্ঞপ্তি সূত্রে র‌্যাব জানায়, মোটরসাইকেল যোগে মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে র‌্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্ত্তুজার নেতৃত্বে র‌্যাবের অভিযানিক দল শুক্রবার দিবাগত রাত ১২.৪০টায় ভেড়ামারা-ঈশ্বরদী সড়কের লালন শাহ্ সেতুর টোল প্লাজায় মাদক উদ্ধার অভিযান চালায়।

এসময় ৯২ বোতল ফেনসিডিল, ১টি মোটরসাইকেল, ২টি মোবাইলফোন ও নগদ ৫ হাজার ৫০০ টাকা সহ মাদক পাচারকারী শামীম হোসেন ও সানোয়ারকে আটক করা হয়। পরে আটক মাদক পাচারকারীদের ভেড়ামারা থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...