• আপডেট টাইম : 10/12/2024 10:41 PM
  • 154 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক: দৌলতপুর (কুষ্টিয়া)
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।০৯ ডিসেম্বর সোমবার বিকেলে উপজেলার চিলমারী ইউনিয়নের আতারপাড়া সীমান্তে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

৮১/১-এস সীমান্ত পিলার সংলগ্ন আতারপাড়া সীমান্তের নোম্যান্স ল্যান্ডে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন কুষ্টিয়া সেক্টরের ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুব মুর্শেদ রহমান পিএসসি এবং বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ১৪৬ রওশনবাগ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডেন্টের উপ-অধিনায়ক ডিআইজি মনোহর লাল সিংহ।

বিকেল সাড়ে ৩টা থেকে ৪.৫০টা পর্যন্ত চলা পতাকা বৈঠকে সীমান্ত সংলগ্ন সড়কে জনচলাচল, সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালানসহ সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পরে সোমবার রাত সাড়ে ১১টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মধ্যমে বিজিবি’র পক্ষ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের সৌজন্য ¯^াক্ষাত ও পতাকা বৈঠকের বিস্তারিত তথ্য জানানো হয়।

বিজিবি’র দেয়া তথ্যে উল্লেখ করা হয়, বাংলাদেশ-ভারত উভয় দেশের ব্যাটালিয়ন কমান্ডার বিজিবি-বিএসএফ এর মধ্যে বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক ও সহযোগিতার মনোভাব বজায় রেখে সীমান্তে বাংলাদেশী জনসাধারণের উপর কোনো অবস্থাতেই প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বা ফায়ারিং না করা, ভারত থেকে মাদকদ্রব্য, নিষিদ্ধ পণ্য এবং অবৈধ অস্ত্র যাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ না করতে পারে, সে বিষয়ে বিএসএফকে কঠোর নজরদারি ও প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

এছাড়াও বিজিবি, সীমান্তে অতিরিক্ত বিএসএফ জনবল বৃদ্ধির কারণ জানতে চানতে চাইলে বিএসএফ কমান্ডার একাধিকবার নিশ্চিত করে বলেন, জনবল বৃদ্ধি তাদের নিয়মিত কার্যক্রমের অংশ।

তাছাড়া মাদক ও অন্যান্য অবৈধ চোরাচালান আরো কার্যকরভাবে প্রতিরোধ এবং কাঁটাতারের বেড়াহীন এলাকাগুলোতে শূন্য লাইন থেকে ভারতের অভ্যন্তরে ১৫০ গজ দূরত্বে কাঁটাতার স্থাপনের প্রস্তুতি হিসাবে পর্যবে¶ণ ও চিহ্নিতকরণ কার্যক্রমের জন্য। উদয়নগর বিওপি সংলগ্ন আতারপাড়া গ্রামের পদ্মা নদীর ভাঙনের ফলে বাংলাদেশী জনসাধারণ দ্বারা সীমান্তের ১৫০ গজের মধ্যে বসতবাড়ি নির্মাণ না করার বিষয়টি উল্লেখ করে বিএসএফ প্রতিনিধি বিজিবি অধিনায়ককে অনুরোধ করেন।

সীমান্ত সুরক্ষা জোরদার করার লক্ষ্য চোরাকারবারী বা দৃষ্কৃতিকারীদের অবৈধ কার্যক্রম প্রতিরোধে উভয় দেশের বিজিবি ও বিএসএফ-এর কোম্পানি বা বিওপি কমান্ডারদের মধ্যে আরও কার্যকর যোগাযোগ ও সমš^য় প্রতিষ্ঠার জন্য স্থায়ী ও অফিসিয়াল সেলফোন নম্বর আদান-প্রদানের বিষয়েও আলোচনা হয়। এসময় আলোচ্য বিষয় গুলোতে ঐক্যমত পোষণ করেন ১৪৬ বিএসএফ এর উপ-অধিনায়ক মনহর লাল। সোহার্দপূর্ণ সৌজন্য
স্বাক্ষাত ও পতাকা বৈঠক চলাকালে উভয় সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...