• আপডেট টাইম : 10/12/2024 10:30 PM
  • 132 বার পঠিত
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • sramikawaz.com

রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিকদের রুটি-রুজি নিশ্চিত করতে সংশ্লিষ্ট শ্রমিকের বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদান ও নীতিমালা প্রণয়ন করতে হবে। রাষ্ট্রের ভুলনীতি ও দুর্নীতির কারণে সৃষ্ট নগর জীবনের অচলায়তনের দায় শ্রমজীবী মানুষের ঘাড়ে চাপিয়ে তার রুটি-রুজি বন্ধ করা চলবে না।

সর্বজনের রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ব্যবস্থার সংস্কার করে রুটি-রুজি নিশ্চিত করতে হবে। আজ রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন হাজারীবাগ থানা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের উপদেষ্টা আবদুল্লাহ ক্বাফী রতন এসব দাবি করেন।

 

১০ ডিসেম্বর , মঙ্গলবার, সকাল ১১টায়, রায়েরবাজারস্থ শহীদ জিয়া কলেজ মাঠে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন হাজারীবাগ থানার দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। থানার সভাপতি সুমন মৃধার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর আলমের সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রমিকনেতা আব্দুল কুদ্দুস।

সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন, রাকসুর সাবেক ভিপি রাগীব আহসান মুন্না, সহ-সভাপতি আব্দুল হাকিম মাইজভান্ডারি, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম, সাংগঠনিক সম্পাদক লিটন নন্দী, আইন ও দরকষাকষি বিষয়ক সম্পাদক কফিল উদ্দিন মোহাম্মদ (শান্ত), মোহাম্মদপুর থানার উপদেষ্টা মো. নুরুজ্জামান, হাজারীবাগ থানার শ্রমিকনেতা কাননুর রহমান, শহীদুল ইসলাম রানা, মো. বিল্লাল প্রমুখ।

সমাবেশে আবদুল্লাহ ক্বাফী রতন আরও বলেন, গণঅভ্যুত্থানের বৈষম্যহীন সমাজব্যবস্থার চেতনাকে ধারণ করে রাষ্ট্র পরিচালনার নীতি নির্ধারণ করতে হবে। অন্যথায় শহীদদের আত্মত্যাগের সাথে বেঈমানি করা হবে।

সমাবেশে রাগীব আহসান মুন্না বলেন, ব্যাটারিচালিত যানবাহন ক্ষুদ্র পুঁজির মালিকানাধীন একটি গণপরিবহন সেক্টর। বৃহৎ পুঁজির মালিকরা এই ক্ষুদ্র পুঁজিকে গ্রাস করতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে। শ্রমিকের ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে সকল জুলুম-নির্যাতন ও ষড়যন্ত্রকে রুখে দিয়ে শ্রমিকের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।


সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকার যায় সরকার আসে, কিন্তু দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবন-জীবিকার পরিবর্তন ঘটে না। ব্যাটারিচালিত যানবাহনকে কেন্দ্র করে যেই সঙ্কট তৈরি হয়েছে তার স্থায়ী সমাধানের লক্ষ্যে অবিলম্বে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ১২ দফা বাস্তবায়ন করতে হবে।

বার্তা প্রেরক


(আরিফুল ইসলাম নাদিম)
যুগ্ম-সাধারণ সম্পাদক

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...