‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় কুষ্টিয়াতেও আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে ০৯ ডিসেম্বর সোামবার সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।
দুর্নীতি দমন কমিশন সমšি^ত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মঈনুল হাসান রওশনীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রেজানুর রহামান খাঁন চৌধুরী মুকুল।
বক্তব্য রাখেন, কুষ্টিয়া সিভিল সার্জন ডা. আকুল উদ্দিন, কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এস এম কাদরী শাকিল। এসময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন।