লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তিপূর্ণ মন্তব্য করার অভিযোগে পঙ্কজ কুমার নামে এক যুবককে গ্রেফতার করেছে আদিতমারী থানা পুলিশ।
৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাত এগারোটার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর।
গ্রেফতারকৃত পঙ্কজ কুমার আদিতমারী উপজেলার সেনপাড়া বৈরাগী ভিটা এলাকার প্রফল্ল কুমারের ছেলে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১ ডিসেম্বর আদিতমারীতে এক ব্যক্তির বাড়িতে ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়। সেই সভার কিছু ছবি ফেসবুকে পোস্ট করেন পঙ্কজ নামের ওই ব্যক্তি। পোস্টে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তিপূর্ণ মন্তব্য করেন ওই যুবক। পরে সেই যুবকের বিরুদ্ধে ৩ ডিসেম্বর ইসলাম ধর্মকে অবমাননার অভিযোগে মামলা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
রিপোর্টঃ তৌহিদুল ইসলাম চঞ্চল, লালমনিরহাট